বরিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবাষির্কী কৃথক দুটি অনুষ্ঠানে কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার বলেছেন, সরকার উন্নয়ন নয় দুর্নীতির রোল মডেলে তারা আজ দেশবাশীর কাছে ক্যাসিনোলীগে পরিণত হয়েছে। মইনুদ্দিন-ফকরুদ্দিন সরকার যদি অবৈধ হয়ে থাকে তাহলে দেশনেত্রী বেগম খালে জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলা বৈধ হবে আর অন্যদিকে শেখ হাসিনার মামলা অবৈধ হবে এটা এখন আর দেশবাশী ভালভাবে বুঝে গেছে।
সরোয়ার আরো বলেন, আওয়ামী লীগ এদেশে নিজেদেরকে একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল দাবী করে কিন্তু তারা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশে নৈশকালীন নির্বাচন করে তাদের সেই ঐতিহ্য হারিয়ে ফেলেছে।
আজ রবিবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে মহানগর যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
মহানগর যুবদলের সভাপতি এ্যাড, আখতারুজ্জামান শামীমের সভাপতিত্বে আয়োজিত প্রতিষ্ঠায় বার্ষিকী আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সম্পাদক জিয়া উদ্দিন সিকদার। এছাড়া আরো বক্তব্য রাখেন মহানগর যুবদল সম্পাদক মাসুদ হাসান মামুন, মহানগর যুবদল সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসান রতন,সাজ্জাদ হোসেন, আলাউদ্দিন আহমেদ,যুগ্ম সম্পাদক মাজহারুল ইসলাম জাহান, মহানগর স্বোচ্ছাসেবকদল সভাপতি মাহাবুবুর রহমান পিন্টু।
এর পূর্বে সকাল ১১টায় অশ্বিনী কুমার টাউন হল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা সহ বেলুন-ফেস্টুন উড়িয়ে যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার ও জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন ও সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন জেলা যুবদলের নেতৃবৃন্দদের ৪১তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের উদ্বাে করেন।
পড়ে জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে জেলা যুবদলের আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কারাবরনকারী যুবদল নেতৃবৃন্দকে ক্রেস্ট সম্মাননা প্রদান অনুষ্ঠানে জেলা যুবদল সভাপতি এ্যাড, পারভেজ আকন বিপ্লবের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড, মজিবর রহমান সরোয়ার। এখানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপি সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন,জেলা যুবদল সম্পাদক এ্যাড, তছলিম উদ্দিন,সিনিয়র সহ-সভাপতি মামুন রেজা খান,সহ-সভাপতি সালাউদ্দিন নাহিদ,সাংগঠনিক সম্পাদক এ্যাড, হাফিজ আহমেদ বাবলু,সিনিয়র যুগ্ম সম্পাদক মাওলা রাব্বি শামীম।