27 C
Dhaka
জুলাই ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ দূর্ঘটনা বরিশাল

বরিশালে শিক্ষার্থীবাহী বাসের সঙ্গে টেম্পুর সংঘর্ষ, নিহতদের সংখ্যা বেড়ে ২

অনলাইন ডেস্ক:

বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর সিএ্যান্ডবি রোডের বৈদ্যপাড়ার মুখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীবাহী বিআরটিসি বাসের সাথে সিএনজিচালিত টেম্পুর মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন যাত্রী।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনাটি হয় বলে জানা গেছে। দুর্ঘটনায় নিহতরা হলেন- টেম্পোর যাত্রী আব্দুল খালেক (৭০) ও নিপা মিস্ত্রি (৩০)। নিহত খালেক ঝালকাঠীর কাঠালিয়ায় বাসিন্দা এবং নিপা ঝালকাঠীর দেউলাকাঠীর রাজীব মিস্ত্রির স্ত্রী। এ দুর্ঘটনায় রাজীব মিস্ত্রি, শাকিল আহমেদ, হৃদয় ও ফয়সাল নামে আরো চারজন আহত হন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইনচার্জ এসআই নাজমুল হুদা আহতদের বরাত দিয়ে জানান, মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়মুখী বিআরটিসি বাসের সঙ্গে নথুল্লাবাদমুখী টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। আহত ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হলে চিকিৎসকরা খালেককে মৃত ঘোষণা করেন। বাকিদের হাসপাতালে ভর্তি করা হয়।

আহতদের মধ্যে নিপার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছিলো। মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নিপা। তাদের মরদেহ মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

এ ব্যাপারে ববি’র ম্যানেজার পরিবহন পুল সহকারি অধ্যাপক মেহেদী হাসান বলেন, বিষয়টি শোনার সাথে সাথে ঘটনাস্থলে শিক্ষক ও কর্মকর্তাদের পাঠানো হয়েছে। তারা সরেজমিন তদন্ত করে জানানোর পর যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরো জানান, বর্তমানে বিআরটিসি বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। ওই গাড়িতে থাকা শিক্ষার্থীরা বিকল্প যানবাহনে বিশ্ববিদ্যালয়ে এসেছেন।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official