শামীম ইসলাম:
বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় ডাক্তার পরিচয়দানকারী ভুয়া ডাক্তার এর ব্যবসায়ীরা বিভিন্ন অঞ্চলে সাধারণ জনগণকে প্রতারণার মাধ্যমে তাদের ব্যবসা পরিচালনা করছে, এমন তথ্যের ভিত্তিতে র্যাব গোয়েন্দা তৎপরতা ও অপারেশন চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৮, বরিশাল সিপিএসসি ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সিনিয়র সহকারী পরিচালক মোঃ হাছান আলী এর নেতৃত্বে ৩১ অক্টোবর বৃহস্পতিবার বরিশাল নগরীর রুপাতলী বাজারে জান্নাত মা ও শিশু প্রাথমিক চিকিৎসা সেবা কেন্দ্র থেকে ঝালকাঠির মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মিজানুর রহমান(৩৫), এবং চন্দ্রপীর ডেন্টাল কেয়ার থেকে ভূয়া ডাক্তার পরিচয়দানকারী জাগুয়ার আব্দুস সালাম খাঁনের ছেলে কে এম শহিদুল ইসলাম(৩২),আটক করেন।
পরবর্তীতে বরিশালের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জয়দেব চক্রবর্তী কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ডাক্তার এর সার্টিফিকেটের কথা জিঞ্জাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়। এরই পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা ২০হাজার টাকা জরিমানা আদায় এবং আসামীদের ১ বছর করে কারাদন্ড প্রদান পূর্বক সরাসরি বরিশাল জেলা কারাগারে প্রেরণ করেন।
পরবর্তীতে এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করেন।