জুয়েল মাহামুদ:
বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন লামিয়ার পাশে মানবাধিকার কমিশন নেতৃবৃন্দ, বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন লামিয়ার পাশে দাড়িয়েছে বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ।
গতকাল দুপুর ১২ টায় মানবাধিকারের বরিশাল ডেপুটি গভর্নর ও জেলা সভাপতি সমাজ সেবক আলহাজ্ব মাহমুদুল হক খান মামুন, সংগঠনের নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে লামিয়ার সার্বিক খোজ খবর নেন।
পাশাপাশি শিশুটিকে অমানুষিকভাবে নির্যাতনকারী গৃহকর্ত্রী ও গৃহকর্তাকে আইনের মাধ্যমে সঠিক বিচার করার দাবী জানান তিনি। এসময় অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশন জেলা কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান মিলন, সহ সম্পাদক সাহাদাত হোসেন সাগর, রবিউল ইসলাম শান্ত, আঞ্চলিক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহামুদ,সাইফুল ইসলাম, মোঃ মামুন, জাকারিয়া সোয়েব মিরাজসহ অন্যান্যরা।
উল্লেখ্য বরিশাল নগরীর কাশিপুর এলাকায় লামিয়া আক্তার মারিয়া (১০) নামে এক শিশু গৃহপরিচারিকার ওপর অমানুষিক নির্যাতন চালিয়েছে বাসার লোকজন। গত মাসে তাকে একটি কক্ষে আটকে রেখে দিনের পরে দিন এই বর্বরতা চালানো হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) রাতে কাশিপুরের মদিনা মসজিদ এলাকা থেকে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি টিম, শিশুটিকে উদ্ধার করেছে।
সেই সাথে ওই বাসার গৃহকর্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করেছে। তবে এসময় গৃহকর্তা এনজিওকর্মী আশরাফুল চৌধুরীকে বাসায় পায়নি পুলিশ। বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউনুস ফরাজির নেতৃত্বে শিশু লামিয়াকে উদ্ধার ও গৃহকর্ত্রী শারমিন আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। লামিয়া বর্তমানে পুলিশের তত্বাবধায়নে শেবাচিমে চিকিৎসাধীন রয়েছে।