অনলাইন ডেস্ক : বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন তদন্তে ১৭টি কেন্দ্রে অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশনের (ইসি) তদন্ত কমিটি।
সম্প্রতি কমিশনে জমা দেয়া ওই তদন্ত প্রতিবেদনে অনিয়মের সঙ্গে জড়িতদের শাস্তি দেয়ার সুপারিশ করা হয়েছে। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ইসির যুগ্ম সচিব ও তদন্ত কমিটির প্রধান খন্দকার মিজানুর রহমান মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, রিটার্নিং কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে ইসি যে ১৬টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেছিল তার মধ্যে ৯টিতে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
বাকি ৭টি কেন্দ্রে তদন্ত কমিটি অনিয়মের প্রমাণ পায়নি। অপরদিকে স্থগিত হয়নি এমন ৮টি কেন্দ্রে অনিয়মের তথ্য পেয়েছে তদন্ত কমিটি। সব মিলিয়ে ১৭টি কেন্দ্রের ভোটে অনিয়ম পেয়েছে কমিটি। ওই কমিটি দুই দফায় প্রায় ৬০টি কেন্দ্রের অনিয়ম তদন্ত করেছিল।
কমিশন সূত্র বলছে, নির্বাচন কমিশনের তদন্তে স্থগিত হয়নি এমন ৮টি কেন্দ্রে অনিয়ম পাওয়া গেছে। তাই এ অনিয়মের কারণে সাধারণ ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে জয়-পরাজয়ে কোনো প্রভাব পড়ল কিনা, সেটা নির্বাচন কমিশনকে বিবেচনা করতে হবে।
নির্বাচন কমিশন এখন ওই কেন্দ্রগুলোর ব্যাপারে কী করবে, তা নির্ধারণে হিমশিম খাচ্ছে।
জানা গেছে, তদন্ত দল সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের এজেন্ট, ভোটগ্রহণ কর্মকর্তা ও স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজনের সাক্ষাৎকার নিয়েছে। বেশ কয়েকজন প্রার্থী অনিয়মের পক্ষে ভিডিও ক্লিপিং দিয়েছিলেন।
তবে তদন্তে ভোট কেন্দ্রের অনিয়ম সম্পর্কিত কয়েকজন অভিযোগকারী ও সাক্ষীরা ভয়ে কিছু বলার সাহস পাননি। যে কারণে তদন্ত কমিটিও অনিয়মের হদিস পায়নি।