29 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে আটক ৬০০

বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে কমপক্ষে ৬০০ জনকে আটক করার দাবি করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো দিয়ে ভারতের প্রবেশ করার চেষ্টা করছে মিয়ানমারের রোহিঙ্গারা। এ জন্য সব রাজ্যকে পরামর্শ দেয়া হয়েছে। বলা হয়েছে, স্ব স্ব রাজ্যে বসবাসকারী রোহিঙ্গাদের সংখ্যা জানাতে। তাদের ওপর নজর রাখতে বলা হয়েছে। আরও বলা হয়েছে তাদের বায়োমেট্রিক ডাটা সংগ্রহ করতে। খবর অনলাইন দ্য হিন্দু।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, ভারতে বর্তমানে বসবাস করছে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা। এর মধ্যে শুধু জম্মুতেই আছে প্রায় ৫৭০০ রোহিঙ্গা। এর মধ্যে আবার মাত্র ১৬ হাজার রোঙ্গিা জাতিসংঘের অধীনে নিবন্ধিত। ২০১২-১৩ সালে যখন রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংস নির্যাতন করা হয় তখন এসব রোহিঙ্গা দেশ ছেড়েছিল। ওই একই রকম হামলা গত বছর আবার শুরু হয়। ফলে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা এসে আশ্রয় নেয় বাংলাদেশে।
বিএসএফের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, এ বছরের ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত ৬৩৮ জন অনুপ্রবেশকারীকে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক করে স্থানীয় পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে। ২০১৬ সালে আটক করা হয়েছিল ১৫৮৭ জনকে। ২০১৭ সালে এ সংখ্যা কমে দাঁড়ায় ৮৭১ জনে।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official