বঙ্গবন্ধুর ভাগ্নে পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় বানারীপাড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাত ৮টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত এ দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো.শাহে আলম। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,ইউপি চেয়ারম্যান খিজির সরদার,সাইফুল ইসলাম শান্ত ও আ.মন্নান মৃধা,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,আওয়ামী লীগ নেতা এটিএম মোস্তফা সরদার,ডা.খোরশেদ আলম সেলিম,ওয়াহেদুজ্জামান দুলাল,শামসুল আলম মল্লিক,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন প্রমুখ।
এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক সুলতান সিকদার,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি একেএম মজিবুর রহমান বাবুল,সম্পাদক জাহিদ হোসেন ও পৌর স্বেচ্ছাসেবকলীগের সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত পাবর্ত্য শান্তি চুক্তি বাস্তবায়ন পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি অসুস্থ্যতাজনিত কারনে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন।