রাজকোটের পর এবার হায়দরাবাদ৷ নিরাপত্তার বেষ্টনী টপকে বিরাট কোহলির সঙ্গে সেলফি তুলতে মাঠে ঢুকে পড়ল এক ভক্ত৷ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ১৫তম ওভারে মাঠের ঢুকে একেবারে ক্রিজের কাছে পৌঁছে যান সেই ভক্ত৷
কোহলি অবশ্য কায়দা করেই মাঠে ঢুকে পড়া ভক্তকে এড়িয়ে যান৷ ভক্তের আচরণ পছন্দ না হওয়ায় নিরাপত্তাকর্মীরা তাকে মাঠ থেকে বের করে না দেওয়া পর্যন্ত তার সঙ্গে দূরত্ব বজায় রাখেন বিরাট৷
কিন্তু তার আগেই ভারত অধিনায়ককে জড়িয়ে ধরে চলে সেলফি তোলা৷ এর আগে রাজকোটেতেও মাঠে ঢুকে কোহলির সঙ্গে সেলফি তুলেছিলেন দুই ক্রিকেটভক্ত৷ প্রশ্ন উঠছে বারবার নিরাপত্তা টপকে কীভাবে মাঠে প্রবেশ করছে ভক্তরা৷ রাজকোটের ঘটনার পুনরাবৃত্তি সেই প্রশ্নই তুলে দিচ্ছে৷
ক্রিকেটারদের নিরাপত্তা সুরক্ষিত যে নয়, হায়দরাবাদের ঘটনা সেটাই প্রমাণ করে দিল৷ শুধু তাই নয় মাঠের ঢুকে সেই ক্রিকেট ভক্ত কোহলিকে জড়িয়ে ধরে চুমু খেতে যান৷ সেই সময়ই তাকে মাঠের বাইরে নিয়ে যান নিরাপত্তাকর্মীরা৷
এর আগেও কোহলিকে ছুঁয়ে দেখতে ‘বিরাট’ অনুরাগীদের বেপড়োয়া হতে দেখা গিয়েছে৷ চলতি বছরের আইপিএল চলাকালীন দিল্লির ফিরোজ সাহ কোটলায় কোহলির পায়ে প্রণাম ঠুকতে নিরাপত্তা টপকে ছুটে গিয়েছিলেন এক ক্রিকেটভক্ত৷
শুধু কোহলিই নয়, সাবেক ভারত অধিনায়ক ধোনির সঙ্গেও সেলফি তোলার জন্য ভক্তদের মধ্যে এমন আগ্রহ দেখা যেত৷ এবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠে দুই টেস্টেই কোহলির সঙ্গে এমন ঘটনা ঘটল৷ তবে এদিন বিরাট ভক্তের জড়িয়ে ধরার পর চুমু খাওয়ার ঘটনা সব কিছুকে ছাপিয়ে গেল বলা চলে৷