Bangla Online News Banglarmukh24.com
জাতীয় প্রচ্ছদ

সংসদ ভবনের লুই কানের মূল নকশা দেখলেন প্রধানমন্ত্রী

মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে আনা বিশ্বখ্যাত স্থপতি লুই আই কানের করা জাতীয় সংসদ ভবনের মূল নকশা প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময়ে তিনি নকশা সংরক্ষণের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

সোমবার সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় সংরক্ষিত মূল স্থাপত্য নকশা আনুষ্ঠানিকভাবে দেখেন তিনি। এ সময়ে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভবনের নকশা এবং নির্মাণের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। স্থাপত্য অধিদফতরের প্রধান স্থপতি কাজী গোলাম নাসির ভবনের স্থাপত্য সম্পর্কে প্রধানমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।

সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ জানায়, গত বছরের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ভবনের নকশা ও ফটোগ্রাফ সম্বলিত সফটকপির ফ্লাস ড্রাইভ  বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ে পৌঁছায়।

জাতীয় সংসদের চিফ হুইপ আ, স, ম ফিরোজ, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, হুইপ ইকবালুর রহিম, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. আবদুর রব হাওলাদার, গৃহায়ন ও গণপূর্ত সচিব শহিদুল্লাহ খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাজ্জাদ হোসেন, প্রধানমন্ত্রীর প্রেস-সচিব এহসানুল করিমসহ প্রধানমন্ত্রীর কার্যালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official