বরিশাল র্যাব-৮ এর অভিযানে মো. হাসান মোল্লা (৪০) নামের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন (জেএমবি) সামরিক শাখার এক সক্রিয় সদস্য গ্রেফতার করা হয়েছে।
বুধবার রাতে বরগুনার বঙ্গবন্ধু রোডের কাঁচাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হাসান মোল্লা বরগুনা সদর উপজেলার জাকির তবক এলাকার মৃত কাঞ্চল আলীর ছেলে এবং পেশায় সবজি ব্যবসায়ী।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। হাসান মোল্লা সবজি ব্যবসার আড়ালে নিষিদ্ধ ঘোষিত উগ্রপন্থী সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখত। জেএমবির সকল কাজে অংশগ্রহণ এবং বিভিন্ন সময়ে জেএমবির বিভিন্ন বৈঠকে অংশ নিত। তিনি একাধিক মামলার এজাহারভুক্ত আসামি বলেও জানায় র্যাব।