শেখ সুমন :
সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে মেয়র ঘোষনা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।আর এই ঘোষনা ও গেজেট প্রকাশের খবর প্রকাশের পর আনন্দের বাতাস বইছে সাধারন মানুষের মনে।
এ যেন কষ্টের বাগানে ফোটা অনেক সাধনার একটি গোলাপ। বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে অন্যতম বরিশাল বিভাগ।এই বিভাগটিকে স্বপ্নের বিভাগ হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন মরহুম মেয়র শওকত হোসেন হিরন।
সেই লক্ষ্য পূরনে কাজ করে গিয়েছিলেন শেষ দিনটি পর্যন্ত। যায়গা করে নিয়েছিলেন নগরীর প্রতিটি মানুষের মনে। বিরোধী দলের ও প্রশংসা কুড়িয়ে ছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত আর স্বপ্নের নগরী গড়তে পারলেন না তিনি। চলে গেলেন না ফেরার দেশে। তার পর ক্ষমতায় আসলেন বিএনপির আহসান হাবীব কামাল।তারপরতো সব স্মৃতি। কামাল ক্ষমতায় আসার পর রাস্তার মাঝে কয়েকটি স্মৃতি স্তম্ভ হয়েছে ঠিক। কিন্তু যে রাস্তা দিয়ে যানবাহন চলে তা হয়েছে টিক টিক করা রিদপিন্ডের মতো।
সহরের রূপাতলি,নতুল্লাবাদ আর লঞ্চঘাটের রাস্তায় গেলেই বোঝা যায় উন্নয়ন। নগরী ঢেকে গিয়েছিল ময়লার চাদরে। ঐতিহ্যবাহী বিবির পুকুরের সৌন্দর্য হয়েছে এখন শতবর্ষে পা দেওয়া থুরথুরে বুড়ির মতো। যে কোন সময় ইহকাল ত্যাগ করবে। আর বস্তি এলাকার কথা না ই বল্লাম।
প্রতিনিয়ত মানুষের মুখে একটাই কথা ছিল, ক্ষমতা কবে শেষ হবে কামালের ? বরিশালের যখন এই অবস্থা,তখন আশার প্রদীপ হয়ে এলেন সাদিক আব্দুল্লাহ।জনগনের মনে যায়গা করে নিলেন অতি দ্রুত। যার প্রমান সিটি নির্বাচন। বরিশালের ইতিহাসে বিপুল ভোটে জয়ী সাদিক আব্দুল্লাহ। এখন সাধারন মানুষ সাদিক আব্দুল্লাহর মাধ্যমে তাদের হারানো স্বপ্ন পূরন করতে চায়। নগরীর অপরূপ সৌন্দর্য আর গরীবের বিপদের বন্ধু হিসেবে দেখতে চান সাদিক আব্দুল্লাহকে। এবার স্বপ্ন পূরন হবে বরিশালের। আর স্বপ্নের নায়ক হবেন সাদিক আব্দুল্লাহ।