স্টাফ রিপোর্টার // সাইফুল ইসলাম :
সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ, নারীর প্রতি সহিংসতা বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিবাদ সমাবেশ করেছে বরিশাল ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা মানববন্ধন করে। এখানে উপস্থিত ছিলেন মেহেদি হাসান লাভু, তাহসান আহমেদ সাইফুল, নকীবুল ইসলাম শান্ত, দীপ্ত রানী ঘোষ, পারভেজ সিকদার, নূর-ই-আলম নাজমুল আরো অন্যান্যরা।
বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকা টাউন হল বরিশাল শহরে বিজয় উল্লাস-৭১ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে সংগঠনের সবাই সাংবাদিকদের বলেন, ”নিরাপদে থাকুক সকল মা-বোন, বন্ধ হোক ধর্ষণ এবং নির্যাতন,,আরও বলেন ধর্ষনের প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে স্বেচ্ছাসেবী সংগঠন ঘোষিত কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে আমরা মানববন্ধন পালন করেছি। ধর্ষকদের কোনো দল-মত নেই। সে যেই হোক না কেন আমরা তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
