Bangla Online News Banglarmukh24.com
জাতীয়

দেশের নতুন অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন

বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও জ্যেষ্ঠ আইনজীবী এএম আমিন উদ্দিন। এটি রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার পদ। ৮ অক্টোবর, বৃহস্পতিবার এই নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়।

এতে করে অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন বাংলাদেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি সদ্য প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের স্থালাভিষিক্ত হবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন্স অফিসার ড. মো. রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেন।

এ বিষয়ে রেজাউল করিম বলেন, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত নিয়োগ দিয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর ১৫তম অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। এতে করে তার ওই পদটি শূন্য হয়। তাই এই পদে জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট এএম আমিন উদ্দিনকে নিয়োগ দিলেন রাষ্ট্রপতি।

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official