এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩ শত টাকাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা। শনিবার (১০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮। এরআগে শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ওই অভিযানটি পরিচালনা করেন। অভিযানে আটককৃত মোঃ আবুল হোসেন(৪৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী এলাকার বাসিন্দা এবং মোঃ সাইফুল ইসলাম(২৫) বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকার বাসিন্দা। অপরদিকে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি, এসআই সৈয়দ খায়রুল আল, মোঃ মহিউদ্দিন ও তাদের তাদের সঙ্গীয় ফোর্সসহ নগরের উত্তর বগুড়া রোডস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এসময় নগরের অক্সফোর্ড মিশিন রোড এলাকার রিয়াজ তালুকদার (৪০) ও রুইয়া হাওলাদার বাড়ি এলাকার মোঃ জামাল মোল্লা ওরফে রামু (৪৫) কে আটক করা হয়। এসময় রিয়াজের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরআগে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে নগরের পিডাব্লিউডি রোডে অপর এক অভিযানে ৩ বোতল ইমপেরিয়াল হুইস্কিসহ ২ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো বরিশাল নগরের বাজার রোড সাগর গলি এলাকার মোঃ মাসুদুল ইসলাম হাওলাদার (৩০) ও স্ব-রোডস্থ বাকলার মোড় এলাকার পিয়াস বনিক (২৫)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব ও পুলিশের সদস্যরা

বরিশাল নগরে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, মদ ও গাঁজাসহ ৬ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা। এরমধ্যে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকায় অভিযান চালিয়ে ৪৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রিত ৩ শত টাকাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

শনিবার (১০ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮। এরআগে শুক্রবার দিবাগত রাতে র‌্যাব-৮, বরিশাল সিপিএসসি কোম্পানী এর একটি বিশেষ আভিযানিক দল ওই অভিযানটি পরিচালনা করেন।

অভিযানে আটককৃত মোঃ আবুল হোসেন(৪৫) বরিশালের বাবুগঞ্জ উপজেলার ইদিলকাঠী এলাকার বাসিন্দা এবং মোঃ সাইফুল ইসলাম(২৫) বরিশাল নগরের এয়ারপোর্ট থানাধীন ক্ষুদ্রকাঠি এলাকার বাসিন্দা। অপরদিকে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার নরেশ চন্দ্র কর্মকারের নেতৃত্বে পুলিশ পরিদর্শক বিপ্লব মিস্ত্রি, এসআই সৈয়দ খায়রুল আল, মোঃ মহিউদ্দিন ও তাদের তাদের সঙ্গীয় ফোর্সসহ নগরের উত্তর বগুড়া রোডস্থ বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় সংলগ্ন সড়কে অভিযান চালানো হয়। এসময় নগরের অক্সফোর্ড মিশিন রোড এলাকার রিয়াজ তালুকদার (৪০) ও রুইয়া হাওলাদার বাড়ি এলাকার মোঃ জামাল মোল্লা ওরফে রামু (৪৫) কে আটক করা হয়। এসময় রিয়াজের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরআগে মহানগর গোয়ন্দো শাখার সহকারী পুলিশ কমিশনার মোঃ রবিউল ইসলাম শামিমের নেতৃত্বে নগরের পিডাব্লিউডি রোডে অপর এক অভিযানে ৩ বোতল ইমপেরিয়াল হুইস্কিসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলো বরিশাল নগরের বাজার রোড সাগর গলি এলাকার মোঃ মাসুদুল ইসলাম হাওলাদার (৩০) ও স্ব-রোডস্থ বাকলার মোড় এলাকার পিয়াস বনিক (২৫)। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রন আইনে পৃথক তিনটি মামলা দায়ের করেছে র‌্যাব ও পুলিশের সদস্যরা

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official