#বদলে গেছে প্রকৃতি! গ্রামীণ এমনকি যান্ত্রিক শহরে শেষ রাতে কুয়াশায় ঢাকা পড়ছে।
ভোরের শ্যামল বাংলা এখন কুয়াশার চাদরে মোড়া। সকাল-সন্ধ্যায় ঘাসের সবুজ গালিচায় বিন্দু বিন্দু শিশির পরতে শুরু করেছে।
এতেই অনুভূতি হচ্ছে দুয়ারে হাতল নাড়ছে শীত ষড়ঋতুর দেশে শীত আসে উৎসবের আমেজ নিয়ে। সকালের সোনা রাঙা রোদ টিকড়ে পরে শ্যামল বাংলার মেঠোপথে। সারাদিন গরমের অনুভুতি হলেও বিকেলে পুনরায় শীত নেমে আসে।
শীতে প্রকৃতি থেকে প্রচুর সুবিধা নেয় মানুষ। ভোরে ঘাস ও গাছের পাতায় দেখা মেলে টলমলে শিশির। গভীর রাতে টিনের চালে বাজে টপটপ শিশিরের শব্দ। হিমেল হাওয়ার সাথে বাগানে ও বাড়ির উঠোনে গাঁদা ফুল গাছও যেন সজীব ও সতেজ হয়ে উঠতে শুরু করেছে।
শিশির স্নিগ্ধতায় কলাপাতার রঙও হয়ে উঠেছে উজ্জ্বল। এসবই শীতের চিত্র।শীতে শিশির বিন্দু লেগে থাকে ধান গাছের পাতায়। সারাবছর ফুলহীন ছাতিম গাছেও এসেছে ফুল।
এ ফুলের মৌ মৌ গন্ধে মিশে আছে শীতের আমেজ। ফুলের মোহনীয় রূপ পাওয়া যায় শীতে। তাই বাহারি ফুলের দোলায় শীতে আমাদের চারপাশে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি পায় বহুগুণ।
বাজারে অল্প স্বল্প করে উঠতে শুরু করেছে শীতের সবজি। বাজারে ঢুকলেই চোখে পরছে হরেক রকম শীতের সবজি। ইতোমধ্যে শীতকালীন সবজির মধ্যে বাজারে উঠেছে বেগুন, ফুলকপি, পাতাকপি, মুলা, শিম ও লাউ। শীতকে ঘিরে লেপ-তোষকের দোকানগুলোতেও ধরে আস্তে ভিড় বাড়ছে। নতুন নতুন অর্ডার নিচ্ছেন ব্যবসায়ীরা।সব মিলিয়ে শীত অাসছে
দুয়ারে কড়া নাড়ছে শীত ….।।
ই – মেইল ঃ belalahmamed 5500@ gmail. com
বেলাল অাহমেদ শান্ত……
লেখক, যুগ্ম সম্পাদক
৭১’ মুখপত্র দৈনিক বিপ্লবী বাংলাদেশ।।