Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল রাজণীতি

যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে সাবেক ছাত্রনেতা সুজনের নেতৃত্বে বনাঢ্য মিছিল

ঐতিহ্য সংগ্রাম সাফল্য ও অগ্রগতির ৪২ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম- আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন এর নেতৃত্বে বরিশাল জেলা উত্তর যুবদলের বিশাল মিছিল।মিছিল টি ফকির বাড়ী রোড থেকে শুরু করে বিএনপির পার্টি অফিসে এসে শেষ হয়।

মিছিলে এসময় উপস্থিত ছিলেন বরিশাল জেলা উত্তর যুবদল নেতা নূরে আলম বাবু,তানজিম,মোঃ রুবেল খান,রবিউল ইসলাম রবিউল,তালুকদার হাসান মাহমুদ,মোঃ শহিদুল ইসলাম শহিদ, কে এম আসাদ মাহমুদ,আবু কালাম,দেলোয়ার হোসেন মোল্লা, আলী আকবর সম্রাট, জাকির হোসেন রাড়ী সহ বিভিন্ন উপজেলা যুবদলের নেতৃবন্ধ।

বরিশাল জেলা ( উত্তর ) যুবদলের আহ্বায়ক প্রার্থী সাইফুল ইসলাম সুজন বিতর্কিদের এড়িয়ে বরিশাল উত্তর জেলা যুবদলকে সু-সংগঠিত করতে নির্দেশ দিয়েছেন বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। এরেইমধ্যে জেলা যুবদলের আহ্বায়ক কমিটিতে জায়গা করে নিতে লবিং-তদবির শুরু করেছেন অনেকে। তবে তারেক রহমানের বিশেষ দৃষ্টি থাকায় এবারের কমিটিতে বিতর্কিতদের অনুপ্রবেশের সুযোগ নেই বলে মনে করছেন দলীয় মহল।তাদের মতে সিন্ডিকেটের বেড়া জাল ভেঙে এবার যোগ্য নেতৃত্বের মূল্যায়ন হবে বরিশাল উত্তর জেলা যুবদলে।

এমন সম্ভাবনার কথা ভেবেই বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদের দাবিদার হয়েছেন বরিশাল জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন।রাজনৈতিক সিন্ডিকেট আর অর্থ শক্তির কাছে পরাজিত সাবেক সক্রিয় ছাত্র নেতা সাইফুল ইসলাম সুজন বিরোধী দলে থেকে হামলা-মামলাসহ তার রাজনৈতিক ত্যাগের বিষয়ে মূল্যায়নের দাবি রেখেছেন তারেক রহমানসহ যুবদলের কেন্দ্রেীয় নেতাদের কাছে।
আর তাই ছাত্র রাজনীতির শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত সকল রাজনৈতিক কর্মকাণ্ডের তথ্য-উপাত্ত এবং জীবন বৃত্তান্ত যুবদলের বিভাগীয় সফর টিমের সদস্য ও দক্ষিণ জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট পারভেজ আকন বিপ্লব এর কাছে হস্তান্তর করে নগরীর সদর রোডস্থ জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে এসব প্রয়োজনীয় কাগজপত্র কেন্দ্রে উপস্থাপনের এসময় তার সাথে ছাত্র ও যুবদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, বরিশাল জিলা স্কুলে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের রাজনীতিতে নাম লেখান সাইফুল ইসলাম সুজন। সেই থেকেই শুরু হয় বিএনপি’র রাজনীতিতে তার পথচলা। দলের নিবেদিত প্রাণ সাইফুল ইসলাম সুজনের দক্ষ নেতৃত্বের কারণে বিসিসি’র ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।

এছাড়া ২০০৩ সালে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ অধ্যয়নরত অবস্থায় কলেজ শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয় সাইফুল ইসলাম সুজনকে। এরপর ২০০৪ থেকে ২০১৫ সাল পর্যন্ত ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন সুজন।সবশেষ ২০১২ সালে বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পান সাইফুল ইসলাম সুজন। সবশেষ গঠিত হওয়া বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ছিলেন তিনি।

কিন্তু রাজনৈতিক সিন্ডিকেটের কারণে বঞ্চিত হন সুজন। যা নিয়ে গোটা বরিশাল জেলা জুড়ে ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে বিরূপ পক্রিয়া সৃষ্টি হয়,, ছাত্রদলের নেতা-কর্মীরা।যা বিভিন্ন পত্রিকার শিরোনাম হয়েছে। তবে এবার নতুন করে উত্তর জেলা যুবদলের কমিটিতে মূল্যায়ন চাচ্ছেন সুজনসহ তাকে ঘিরে রাজপথের নেতা কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

সহকর্মীদের চোখের জলে সাংবাদিক তুষারের শেষ বিদায়

banglarmukh official

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official