পার্ব্যত্য শান্তি চুক্তি কমিটির মাননিয় আহ্বায়ক ( মন্ত্রী মর্যাদা সম্পন্ন ) এবং স্থানীয় সরকার , পল্লী ও সমবায় মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ বারো ও তেরো অক্টোবর শুক্র ও শনিবার দুই দিন ব্যাপি সরকারি সফরে বরিশাল আসছেন।
দুই দিন সফরে ব্যাস্ততম সময় পার করবেন তিনি । দুই দিনের সফরে তিনি আগৈলঝাড়া ও গৌরনদীতে দূর্গা পুজাঁ উপলক্ষ্যে মতবিনিময় সভা ও নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাত করবেন তিনি।