অনলাইন ডেস্ক:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরী ও রূপসা উপজেলায় অতিরিক্ত মদপান করে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে ও বুধবার সকালে তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেনজিৎ দাস (২৯), তার বড় ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসার রাজাপুর এলাকার পরিমল।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের চিকিৎসক ডা. আলমগীর জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে অতিরিক্ত মদপান করেন ওই পাঁচজন। এদের মধ্যে চারজন বুধবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খুমেকে চিকিৎসাধীন থেকে মারা যান।
এছাড়া মঙ্গলবার গভীর রাতে একজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।