ফেনীর নুসরাত হত্যার বিচারের মতো বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারও দ্রুত সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) কাকরাইলে আইডিইবির প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে যোগদান করে সাংবাদিকদের তিনি একথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার মামলার যেভাবে বিচার হল। ঠিক বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচারও দ্রুত সম্পন্ন হবে।
অন্যদিকে ভোলার বোরহানউদ্দিনের ঘটনা সম্পর্কে মন্ত্রী বলেন, বোরহানউদ্দিনে ফেসবুকে যে বা যারা পোস্ট দিয়েছেন। সেই হ্যাকারদের শনাক্ত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেফতার করা হবে।