শেখ সুমন :
রাস্তা-ঘাটে বের হলে যেখানেই চোখ যায় সেখানেই ময়লার স্তুপ। নাকে কাপড় দিয়ে অথবা যেকোনো উপায়ে নাক ঢেকে রাস্তা পাড় হতে পারলেই হয়।
শহরের বিনোদন কেন্দ্র গুলোর যেখানে সেখানে প্রেম ফল নামে পরিচিত বাদামের খোষা ফেলা থাকে। টিস্যুর কথা তো বলতেই হয়না। আচার,চানাচুর বা জাঙ্ক ফুড খেয়ে তার প্যাকেট টাকে ও আমরা যত্ন করে ফেলে দেই রাস্তার উপরে। পাশে যে ডাস্টবিন টা যত্ন করে রাখা আছে তার দিকে কোনোও ভ্রুক্ষেপ নেই আমাদের।
রাস্তা নোংরা হলে আমার কি ? আসলে ক্ষতি যে আমার বা আমাদের এটাই আমরা বুঝি না। আর আমরা স্বপ্নের সিঙ্গাপুর বানাতে চাই এই শহর শুধু মুখের বুলিতে , কাজে নয়। কিন্তু যখনই আমরা ময়লা ফেলছি তখনই সেই ময়লা পরিষ্কার করার জন্য এগিয়ে আসছে স্বেচ্ছাসেবি প্রতিষ্ঠান বিডি ক্লিন। এদের কাজ হচ্ছে ঘড়ের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো। কারন এরা নিজেদের অর্থ ও শ্রম ব্যায় করছে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে। এই সংগঠের একটি অংশ বরিশাল বিভাগে কাজ করে। যারা বিডি ক্লিন বরিশাল নামে পরিচিত।
এই সংগঠনের এচ ঝাকঁ স্বেচ্ছাসেবী পুরো বরিশালটি চষে বেড়াচ্ছেন পরিচ্ছন্ন করার উদ্দ্যেশ্যে। এরা নগরীর বিভিন্ন স্থানে পরিচ্ছন্ন করার পাশাপাশি সচেতন করছে নগরবাসীকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে এই স্বেচ্ছাসেবীদের হাতের ছোয়া রয়েছে। তিন দিন ব্যাপি উন্নয়ন মেলা পরিচ্ছন্ন রাখতে এই সংগঠনের ভূমিকা ছিল অগ্রনী। এই সংগঠনের মূল লক্ষ্য বরিশাল কে পরিচ্ছন্ন শহর হিসেবে বাংলাদেশের নিকট পরিচিত করা।