স্টাফ রিপোর্টার//রেজুয়ানুর রহমান সফেন:
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন ও সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নামে হয়রানীমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নগরীতে এক ঝটিকা বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল।
আজ শনিবার দুপুরে নগরের বিএম কলেজ এলাকা থেকে মিছিলটি বেড় হয়ে বৌদ্ধপাড়া, সিএন্ডবি সড়কসহ বেশ কয়েকটি এলাকায় মিছিল প্রদক্ষিণ করে।
এসময় বরিশাল জেলা ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীর নেতৃত্বে বের হওয়া মিছিলে এসময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পূর্বের ছাত্রদল নেতা আতিকুর রহমান ফয়সালসহ বরিশাল জেলা ছাত্রদল নেতা আসিফ আল মামুন, রাজিব আহমেদ,আরাফাত হোসেন, নিয়াজ মোর্সেদ, রাফি, এমরান,রাজিব হোসেন, তাজ,আল-আমিন ও কোতয়ালী ছাত্রদল নেতা মারুফ।