বরিশাল নগরীর টাউন স্কুলের পেছনে একটি ভাড়া বাসা থেকে বস্তা ভর্তি গাঁজাসহ আনোয়ার হোসেন (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম । পরে তার স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ব্যবসার মূল পার্টনার ফিরোজ হোসনকেও আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টা থেকে দুপুর ২:৩০ পর্যন্ত চলে এই অভিযান। অভিযানে অংশ নেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফরহাদ হোসেন, সাব-ইন্সপেক্টর সুনীল কুমার দে এবং সিপাহী নজরুল ইসলাম।
এই চক্রটি দীর্ঘদিন যাবৎ ধরাছোয়ার বাইরে থেকে মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জাল পাতেন অভিযান পরিচালনাকারী এই কর্মকর্তারা। অবশেষ তাদের হাতে আটক হলো এই দুই ব্যবসায়ী। তবে আরো কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর ফরহাদ হোসেন ।