শেখ সুমন:
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের সরকারী ফলাফল ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।আজ ৩ অক্টোবর বুধবার নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান এ ফলাফল ঘোষণা করেছেন।সরকারী ফলাফলে নৌকা প্রতীকে সেরনিয়াবাত সাদিক অাব্দুল্লাহ মেয়র, ২৪ কাউন্সিলর ও সংরক্ষিত ৭ নারী কাউন্সিলরকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
স্থগিত থাকা ৯ টি কেন্দ্র পুনরায় ভোট গ্রহণ শেষে ৬কাউন্সিলর ও ৩ সংরক্ষিত নারী কাউন্সিলরের ফল ঘোষণা হবে।
গত ৩০ জুলাই বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিলেট ও রাজশাহী সিটি নির্বাচনের ফল ঘোষণা করা হলেও অনিয়মের অভিযোগে বরিশাল সিটি নির্বাচনের ফল দুই মাসের বেশি সময়েও ঘোষণা করেনি নির্বাচন কমিশন (ইসি)।