শামীম ইসলাম:
বরিশাল নগরীর হাজী মোহাম্মাদ মহসিন মার্কেট সংলগ্ন আবাসিক হোটেল ঝিনুক থেকে দেহ ব্যবসায়ী, খদ্দের ও হোটেলের ম্যানেজারসহ ১১ জনকে আটক করেছে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হোটেলে অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত থাকার দায়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৭জন দেহব্যবসায়ী, দুইজন হোটেলের স্টাফ ও দুই জন খদ্দের।
এ সময় তিনি আরও জানান, দেহ ব্যবসায়ীদের চিহ্নিত দালাল আজিজ এই হোটেলটি পরিচালনা করেন। হোটেলটির মালিক সাইদ নামের এক ব্যক্তি। তবে আজিজ মালিকের কাছ থেকে ভাড়া নিয়ে হোটেলে নিজেই দেহ ব্যবসা চালাচ্ছেন। আজিজ এর পূর্বেও নগরীর গির্জামহল্লা এলাকার আবাসিক হোটেল সিটি প্লাজায়ও দেহ ব্যবসা চালাতো। যদিও পুলিশের কড়া নজরদারির কারনে তিনি হোটেলটি ছেড়ে দিয়ে পুলিশের চোঁখ ফাকি দিয়ে মহসিন মার্কেট এলাকায় হোটেল ঝিনুকে দেহ ব্যবসা শুরু করে। হোটেল ঝিনুকেই নয় পাশের আরও দুটি হোটেল ভোলা ও উজিরপুর বডিংএও তিনি দেহ ব্যবসায়ীদের দিয়ে ব্যবসা করেন।