তানজিম হোসাইন রাকিব:
বরিশাল নগরীর কালিজিরার পাথরখোলা মুদি দোকানদার মো: শাহীন হাওলাদারের বসত বাড়িতে দৈনিক মিলে কালী জাতি সাপের আড্ডা। এক এক করে অনেক সাপ মারা হলেও মনে হত এ যেন সাপের এক অফুরন্ত ভান্ডার।
মুদি দোকানদার শাহীন সাংবাদিকদের জানান, প্রতিবেশীদের সহযোগীতায় কয়েকটা সাপ মারার পরও সাপের সংখ্যা কমছিল না। তারপর কোনো উপায়ন্তর না পেয়ে ঝালকাঠীর এক দক্ষ সাপুরে নুরুল ইসলামের সরনাপন্ন হয়।
আজ ১৬ই অক্টোবর (বুধবার) সন্ধায় সাপুরে নুরুল ইসলাম ঘটনাস্থলে এসে সাপ ধরার অভিজান চালায়।তখন এলাকার সকল মানুষ ঐ বাড়িতে ভিড় জমায়। সাপুরে প্রায় তিন ঘন্টা অভিযান চালায়।
সাপুরে নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, সে এই বাড়ি থেকে মোট ২৪ টি সাপ উদ্ধার করে। তবে বাড়ির মানুষ এখনো সম্পুর্ন নিরাপদ নয় বলে জানান সাপুরে নুরুল ইসলাম।