25 C
Dhaka
মে ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশালে বিএনপি’র মিছিলে পুলিশী বাধায় পণ্ড : গ্রেপ্তার-৫

শামীম ইসলাম:

বরিশালে আইন শৃঙখলা বাহিনীর তৎপরতা বিএনপি দলীয় অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের গ্রেফতার সহ একাধিক পুলিশের বাধার মুখে পড়ে দলীয় কার্যলয়ে প্রবেশ করতে না পারার কারনে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত মানববন্ধন কর্মসূচি ভন্ডূল হয়ে গেছে।

পুলিশ এসময় জেলা ছাত্রদল সভাপতি সহ ৫জনকে আটক করেছে।
আজ বুধবার বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা সাজানো মামলায় সরকারের ফরমায়েসি রায়ে সাজা প্রদান করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসাবে এক মানববন্ধনের কর্মসূচি পালনের ডাক দেয়া হয়।

সকাল থেকে সদররোডস্থ অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ে আসার পর্বে টাউন হল গেটে আসার আগে দলীয় নেতাদের তাড়িয়ে দেয়। এমনকি সড়কের দু’প্রান্তে বিএনপি সমর্থক ও দলীয় কর্মীদের দাড়াতে দেয়নি পুলিশ।

সকাল ১০টার পরথেকে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে আশা বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান শিরিন সহ তার দুই মহিলা নেত্রীকে নিয়ে পুলিশের বাধার সম্মুখিন হন। এক পর্যায়ে শিরিনকে দলীয় কার্যলয়ে যাবার অনুমতি দেওয়া হলে প্রবেশ করতে দেয়া হয়নি দুই মহিলা নেত্রীকে।

এর বরিশাল উত্তর জেলা বিএনপি সহ-সভাপতি মেহেন্দিগঞ্জ পৌর সাবেক মেয়র সৈয়দ রফিকুল ইসলাম লাবু বিএনপি কার্যলয়ে যেতে চাইলে তাকেও বাধা দিয়ে ফিরিয়ে দেয়া হয়। এর পরপরই বরিশাল আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আবুল কালাম আজাদের নেতৃত্বে আসা একদল বিএনপি পন্থি আইনজীবী টাউন হল গেটে পুলিশের বাধার মুখে পরে তাদেরকে ফেরত যেতে হয়।

পরবর্তীতে মহিলাদলের নেত্রীরা সদররোডে পা রাখতেই তাদেরকে সড়িয়ে দেয়া হয়। এছাড়া আইন শৃঙখলা বাহিনী সিটি কলেজ মুখ, ফকিরবাড়ি, মহিলা কলেজ গলি সহ বিভিন্নস্থানে মোতায়েন করে রেখে কড়া নজরদারীতে রাখা হয়।

এর পূর্বেই হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের সাবেক সংসদ ও নিবাহী কমিটির সদস্য মেজবা উদ্দিন ফরহাদ,বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন, দক্ষিন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন, বরিশাল মহানগর বিএনপি সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার ও মহিলাদল নেত্রী পাপিয়া জেসমিন দলীয় কার্যলয়ে প্রবেশের অনুমতি পেয়ে অবস্থান নেয়।

বেলা ১১টারদিকে কেন্দীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ারের কালো রঙের গাড়ি হলের গেটের কাছাকাছি এসে থামে এসময় মজিবর রহমান সরোয়ার সহ জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান মিঠু গাড়ি থেকে নামার সাথে সাথে একদল বেপরোয়া পুলিশ সরোয়ারের সামনে থেকে চোখের পলকে ছো মেরে সাটের কলার আর দু’হাত ধরে টেনে হিছড়ে ধরে দ্রুত পুলিশ পিকাপে উঠিয়ে দেয়।

সরোয়ার মিঠুকে ধরে নেবার সময় পুলিশ পিকাপ পর্যন্ত দৌড়ে আসলেও মিঠুর জন্য তিনি কিছুই করতে পারেনি। এরপরই পুলিশ বাহিনী তৎপরতা দেখিয়ে সদররোডের বিভিন্নস্থানে দাড়িয়ে থাকা বিএনপি অংগ সংগঠন জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য নাইমুল ইসলাম প্রিন্স,বিএইচ রিমন,জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক মোর্সেদ,বিএম কলেজ ছাত্রদল নেতা ওবায়দুল ইসলাম শাওনকে গ্রেপতার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে টাউনহল চত্বরে বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড.মজিবর রহমান সরোয়ার,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ এ্যাড.বিলকিস জাহান শিরিন,সাবেক সংসদ ও বরিশাল উত্তর জেলা বিএনপি সভাপতি মেজবা উদ্দিন ফরহাদ,বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি এবায়েদুল হক চাঁন,সম্পাদক এ্যাড. আবুল কালাম শাহিন,মহানগর বিএনপি সম্পাদক জিয়া উদ্দিন জিয়া,বিএনপি নেতা সুপ্রিম কোর্ট আইনজীবী সদস্য এ্যাড. আলি হায়দার বাবুল সহ কয়েকজনকে সাথে নিয়ে ব্যানার ছাড়া অসহায়ের মত কয়েক মিনিট দাড়িয়ে থেকে মানববন্ধন কর্মসূচি পালন করে।

এর পূর্বে দলীয় কার্যলয়ে দলীয় নেতা-কর্মীদেরকে প্রবেশে বাধা দিয়ে আটকে রাখা প্রসঙ্গে বরিশাল দক্ষিন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব এবায়েদুল হক চাঁন বলেন সরকার আজ দেশে পুলিশী রাষ্ট্রে পরিনত করেছে।

সরকার সংলাপের আহবান জানিয়ে আমাদের দলীয় নেতা-কর্মীদের গ্রেফতার করছে। সেই সাথে আমাদের দলীয় কর্মীদের কার্যলয়ে আসার পথে পথে বাধা প্রদান করে আটকে দিয়ে আমাদের কেন্দ্রীয় শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালনে তারা বাধা প্রদান করছে।

এমনকি রাস্তায় শুধু বিএনপি নয় সাধারন মানুষও রাস্তায় দাড়াতে পারছে না।
পুলিশের এমন আচরনে সাধারন পথচারী মানুষ ভীত সন্ত্রস্থ হয়ে পড়েছে।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম (পিপিএম)বলেন, আমরা কারো হয়রানী করতে আসিনি শহরের ভিতর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন ও অপ্রিতকর ঘটনা এড়াতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official