স্টাফ রিপার্টার//রাতুল হোসেন রায়হান:
বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৫১ পিস মরফিন ইনজেকশনসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকেলে নগরীর কশাই মসজিদ সংলগ্ন ‘সিটি অপটিক্যাল’ দোকান থেকে তাকে আটক করা হয়।
আটককৃত অপু হোসেন নগরীর মুড়িপট্টি (কাচারী ঘর) এলাকার আলতাব হোসেনের ছেলে অপু হোসেন।
এসময় তার কাছ থেকে ৫১ পিস মরফিন ইনজেকশন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এসআই সমিরন মন্ডল।
বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশের সহকারী কমিশনার মো.রাসেল আটকের বিষয়টি নিশ্চিত করেন।