অনলাইন ডেস্ক ::
মুক্তিযুদ্ধের সময় বিশেষ অবদান রাখা বাংলাদেশপ্রেমী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
আজ শনিবার (১২ অক্টোবর) সকালে তিনি নগরীর বগুরা রোডের অক্সফোর্ড মিশন চার্চে যান এবং সেখানে থাকা লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ তার শারীরিক খোঁজখবর নেন এবং কুশল বিনিময় করেন। পাশাপাশি হাইকমিশনার কিছু সময় একান্তে লুসি হল্টের সঙ্গে কথা বলেন।পরে ভারতীয় হাইকমিশনার ঐতিহ্যবাহী অক্সফোর্ড মিশন চার্চও ঘুরে দেখেন। তিনি বেলা ১১টায় নগরের কবি জীবনানন্দ দাশ স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।
সেখানে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মো. মইদুল ইসলামসহ পাঠাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা।বাংলাদেশপ্রেমী ব্রিটিশ নাগরিক লুসি হেলেন ফ্রান্সিস হল্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। পরে তিনি বরিশাল সদর উপজেলার কড়াপুরে অবস্থিত ঐতিহ্যবাহী মিঞা বাড়ি মসজিদ পরিদর্শনে যান।