28 C
Dhaka
জুলাই ৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ জেলার সংবাদ বরিশাল

বিসিসি’র সনদ জাল চক্রের হোতা মোহরা মাহমুদ

নিজস্ব প্রতিবেদক ::

বরিশাল সিটি কর্পোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাক্ষর নকল এবং ভূয়া সিলমোহরের মাধ্যমে মাত্র ১ ঘন্টায় চাহিদা সম্পন্ন জাল জন্ম সনদ তৈরী করা হয়। দেখতে হুবহু একরকম হলেও একমাত্র বিসিসির জন্ম- মৃত্যু সনদ নিবন্ধন শাখায় কর্মরত ব্যাক্তিরা এক পলক দেখেই বলতে পারেন এটি জাল। এই চক্র টির মুলহোতা বরিশাল জেলা আইনজীবী সহকারী সমিতির সদস্য (নং-৮১৬) মোহাম্মদ ওরফে মাহামুদ।

নিজেকে সিনিয়র আইনজীবী হাসিনা বেগমের সহকারী (মোহরা) দাবি করলেও এ্যাড. হাসিনা বেগম তা অস্বীকার করে বলেন, এই নামে আমার কোন সহকারী নাই, কাউকে চিনিও না।

বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার বিদ্যানন্দপুর ইউনিয়নের বাসিন্দা আঃ হকের পুত্র মাহামুদ নিজেকে কখনো মোহাম্মদ, কোথায়ও মাহামুদ পরিচয় দেয় এবং যেকোন তারিখের বিসিসির জন্ম সনদ তৈরী করে দেয় ১ ঘন্টার মধ্যে। তবে এ জন্য মাহামুদকে দিতে হয় সর্বনিম্ন ১ হাজার থেকে ১০ হাজার টাকা।

সারাদিন বরিশাল আদালত পাড়ায় মোহরা হিসেবে নিজেকে পরিচয় দিলেও ইদানিং নিজেকে উকিল বলে জাহির করে গলায় টাই ঘুলান এবং প্রতারনার মাধ্যমে বিসিসির নাকের ডগায় বসে জাল সনদ তৈরী করে হাতিয়ে নেন লক্ষ- লক্ষ টাকা। এ ছাড়াও সেই জাল সনদকে পুজি করে অসহায় মানুষের দুর্বলতাকে পুজি করে মানুষকে জীন্মি করে হাতিয়ে নেন মোটা অংকের টাকা। চরফ্যাশন উপজেলার জিননগর এলাকার মেয়ে আয়েসা( ছদ্মনাম)।

মোবাইলের মাধ্যমে প্রেমের সুত্রপাত ঘটে হিজলা উপজেলার ধুপখোলা ইউনিয়নের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে রিয়াজ হাওলাদারের সাথে। দুজনে দেখা করতে আসে বরিশাল শহরে এবং প্রথম দেখা করার দিনেই মিথ্যা আশ্বাসে নগরীর ফলপট্টির মুখে ভোলা বোর্ডিংয়ে রুম ভাড়া নিয়ে আয়েশাকে ধর্ষণ করে রিয়াজ। চলতি বছরের ৪ঠা আগস্ট এই ঘটনার রাতেই গোপন সুত্রে সংবাদ পেয়ে ভোলা হোটেল থেকে রিয়াজ এবং আয়েশাকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। ঘটনাচক্রে এই সংবাদ পেয়ে যায় মাহামুদ। শুরু করে প্রতারনার নীল- নকসার বাস্তবায়ন।

প্রথমেই আয়শা এবং রিয়াজের স্বজনদের কাছ থেকে মোটা টাকা নিয়ে আয়শাকে পতিতা ( ৭৭ ধার) দেখিয়ে আদালতের ঘোষিত জড়িমানা পরিশোধ সাপেক্ষে মুক্ত করে এই জুটিকে এবং কোর্ট চত্বরে বসে মুক্তিপ্রাপ্ত জুটিকে বিয়ে দেয়ার উদ্দোগ নেয় টাকার লোভে।কিন্তু রিয়াজের স্বজনরা রিয়াজের বিবাহের আইনসিদ্ধ বয়স হয়নি জানালে ” এটা কোন ব্যাপার না ” বলে ৩ হাজার টাকা নিয়ে ১ ঘন্টার মধ্যে বিসিসির জাল জন্ম সনদ তৈরী করে দেয় যাতে রিয়াজকে প্রাপ্তবয়স্ক হিসেবে দেখানো হয়েছে।

তবে কঠোর ব্যাবস্থা গ্রহনের দাবি করে বিসিসির জন্ম ও মৃত্যু নিবন্ধক ও প্রধান স্বাস্হ্য কর্মকর্তা ডাঃ মোঃ মতিউর রহমান বলেন, অবিলম্বে এই প্রতারককে আটক করে পুরো চক্রটিকে নির্মুল করা হোক।

এ বিষয়ে ঢাকায় অবস্থানরত বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন তালুকদার বলেন, আমি ইতিপূর্বে এই ধরনের কোন অভিযোগ পাইনি। তবে আপনারা তথ্যবহুল সংবাদ প্রকাশ করুন।আমি অবশ্যই তদন্ত পরবর্তী কঠোর ব্যাবস্থা গ্রহন করব।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official