28 C
Dhaka
জুলাই ৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ বরিশাল

ভোলায় ছাত্রলীগ সম্পাদকের পরিবারকে পিস্তল দেখিয়ে হুমকি: কয়েক দফা সংঘর্ষ, রাতভর উত্তেজনা

ভোলা প্রতিনিধি//মো: নিশাত ::

ভোলায় সরকারী কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম ইভানের পরিবারকে পিস্তল দেখিয়ে হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ভোলা কলেজ ছাত্রলীগ সাধারন সম্পাদক ইভান জানায়, রাজনৈতিক বিরোধিতার জের ধরে গত রাতে তার বাড়িতে জেলা ছাত্রলীগ সভাপতি পাপন ও তার সহযোগীরা হামলা চালায়। এসময় ইভানকে বাড়িতে না পেয়ে তার পরিবারের সদস্যদের পিস্তল দেখিয়ে হুমকি দেয়। এসময় বিকট শব্দে ফাঁকা গুলি ছোড়ে পাপন ।

ইভান আরও জানায়, ঘটনার পর তার বন্ধুদের নিয়ে থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে শহরের উকিল পাড়া পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পাপন অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

স্থানীয়রা জানায়, ধারালো অস্র ও রামদা নিয়ে উকিল পাড়া এলাকায় মহড়া দেয় ছাত্রলীগ সভাপতি পাপান। রাতভর দুই পক্ষের উত্তেজনায় এলাকায় আতংক বিরাজ করছিল। এদিকে হিমেল মাহমুদ, জাকারিয়া অমি, নেওয়াজ শরফি কুতুব ও রায়হান সহ জেলা ছাত্রলীগের কয়েকজন নেতা জানায়, ভোলা জেলা ছাত্রলীগের সভাপতি পাপন বিবাহিত এবং অছাত্র। তাই সংগঠনের চাইতে তার কাছে ব্যক্তি স্বার্থই বড়। ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ইভানের পরিবার এখন আতংকের মধ্যে দিন পার করছে। যেই নেতাদের কাছে তাদের কর্মীরা নিরাপদ নয় তাদের অবিলম্বে পদত্যাগ করা উচিত।

কেন্দ্রীয় ছাত্রলীগের দৃষ্টি আকর্ষন করে অবিলম্বে বিবাহিত এবং অছাত্র এই কমিটির বিলুপ্তি দাবী করেন তারা।

এদিকে ভোলা সরকারী কলেজ ছাত্র লীগের সাধারন কর্মীরা এ ঘটনার দৃষ্টন্তমূলক শাস্তির না হলে আন্দোলনে নামার ঘোষনা দেয়। জেলা আওয়ামীলীগ ও ভোলার অভিভাবক জননেতা তোফায়েল আহমেদের কাছে এর বিচার দাবী করেন তারা।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official