পিরোজপুরের মঠবাড়িয়ার তুষখালী ইউনিয়ন পরিষদরে সামনে মঠবাড়িয়া-তুষখালী সড়কের পাশে নির্মাণাধীন ইউপি চেয়ারম্যানের পেট্রোল পাম্পে কাজ করার সময় আজ মঙ্গলবার দুপুরে শহিদুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শহিদুল ইসলাম পাশর্^বর্তী ভান্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের মৃত. মোতাহার মালের ছেলে।
মৃত. নির্মাণ শ্রমিক শহিদুল ইসলামের ভগ্নিপতি মাওলানা আলামীন জানান, প্রতিদিনের ন্যায় রাজ মিস্ত্রী শহিদুল ইসলাম তুষখালী ইউনিয়ন পরিষদরে চেয়ারম্যান শাহজাহান হাওলাদারের নির্মানাধীন পাম্পে কাজ করছে। আজ দুপুরে একটি খুঁটি দাড় করানোর সময় খুঁিটির মাথা উপরের বিদ্যুৎ তারের সাথে লেগে গেলে শহিদুল বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এব্যাপরে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।