শেখ সুমন:
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ধ্যা ৭ টার পরে বন্ধ হয়ে যায় একাধিক লিফট। রাত ৮ টার পরে চালু থাকে মাত্র একটি লিফট।
সরোজমিনে গিয়ে দেখা যায়, রাত ৮.৪০ মিনিটে শুধু মাত্র একটি লিফট চালু রয়েছে, বাকি সকল লিফট বন্ধ। কিন্তু দেখা যায় লিফট চালকগন একত্রে দাড়িয়ে গল্পে মশগুল রয়েছে। কিন্তু একটি লিফট এ রোগী এবং দেখতে আসা সাধারন জনগনের অনেক ভিড় রয়েছে। যেখানে অনেক লোকজন সিড়িঁ বেয়ে উঠতে পারে না,তাদের বাধ্য হয়ে সিড়িঁ ভেঙেে উঠতে হয় পাচঁ তলা পর্যন্ত। কিন্তু লিফটের দরঝার সামনেই টানানো রয়েছে সেই নোটিশ যেখানে লেখা রাত সাড়ে নয়টা পর্যন্ত লিফট চলবে।
অপর দিকে প্রতিটি ওয়ার্ডে একটি করে অভিযোগ বক্স রয়েছে।কিন্তু সেই বক্স শেষ কবে খোলা হয়েছে, তা বলতে পারছেনা দ্বায়িত্ব রত নার্স এবং স্টাফরা। তাহলে কি লোক দেখানোর জন্যই এই সিস্টেম প্রশ্ন সাধারন রোগীদের মনে।