হুজাইফা রহমান:
ওরা কারা? সবাই চেনে!
ব্রত রায় আগস্ট মাসের একুশ তারিখ দুইহাজারের চার। তখন বিকেল। একটু করে কমছে রোদের ধার। শেখ হাসিনার জনসভা। মানুষে থইথই কার্যালয়ের সামনে ফাঁকা জায়গা ছিল কই? হঠাৎ বিকট শব্দে ওরা যায় ফাটিয়ে বোমা ওরা কারা? সবাই চেনে! চিনিস না তুই? ওমা! পকিস্তানের প্রেতাত্মারা! পঁচাত্তরের পাপীর – বংশ ওরা! বিষাক্ত সাপ ঢাকনা খুলে ঝাঁপির – যায় বেরিয়ে বারেবারে! দুধকলা দেয় কারা? বইছে আজও নষ্টপচা রক্তবীজের ধারা! প্রাণ হারালেন কর্মী, নেতা, জখম শতশত বহন করে চলেন আজো নিজের দেহের ক্ষত! কার্যকরী হয় ঘাতকের সবার যেন সাজা হোক না তারা প্রভাবশালী, হোক না সাবেক রাজা!
সেদিন ওরা সফল হলে আঁধার হত দেশ সাম্প্রদায়িক জঙ্গিবাদের দারুণ পরিবেশ – সৃষ্টি হত! একাত্তরের সকল চেতনারই – মৃত্যু হত!
এদেশ হত দত্যি-দানোর বাড়ি!