28.8 C
Dhaka
মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল রাজণীতি

গৌরনদীতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ১৫

আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে বরিশালের গৌরনদী উপজেলায় ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দু’দফা হামলা-পাল্টাহামলা, ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পুলিশের ২ সদস্যসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় এ হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে গুরুতর আহত আবস্থায় ছাত্রলীগের ৬ নেতাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পুলিশের ২ সদস্যসহ ৫ নেতাকর্মীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হামলা ও সংঘর্ষে গৌরনদী থানার কনেস্টবল মো. তুষার এবং মো. ইমরান আহত হন। এছাড়া সংঘর্ষে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজন, ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া, তার ভাই জিহাদ মিয়া, কলেজ ছাত্রলীগ নেতা অমিত দত্ত, রাসেল হাওলাদার, রনি হাওলাদার, রিয়াজ হাওলাদার, রিপন হাওলাদার, নয়ন হাওলাদার, জাহিদসহ ছাত্রলীগের ১৫ নেতাকর্মী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ছাত্রলীগ নেতা সুজন, আরিফ, জিহাদ, রনি, রিয়াজ, রাসেলকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আটকরা হলেন, যুবলীগ নেতা আতিক মিয়া, তার ভাই ছাত্রলীগ নেতা আরিফ মিয়া, জিহাদ মিয়া, সুজন ও সমর্থক ফিরোজ শিকদার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সভাপতি শাখাওয়াত হোসেন সুজনের সঙ্গে ওই কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া সম্পাদক ছাত্রলীগ নেতা আরিফ মিয়ার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে কয়েক বার হামলা-পাল্টাহামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর গ্রামের হিজলতলা নামক স্থানে বসে কলেজ ছাত্রলীগের নেতা আরিফ মিয়ার সমর্থক মো. নয়ন হাওলাদারকে মারধর করে সুজন সমর্থক রাসেল হাওলাদার। এ খবর ছড়িয়ে পড়লে উভয় গ্রুপের সমর্থকরা লাঠিসোটা, লোহার রড়, দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়ে দুপুর সোয়া ১২টার দিকে একে অপর গ্রুপের ওপর হামলা-পাল্টাহামলা চালায়।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

সোলাইমান সেলিম-জ্যোতি তিনদিনের রিমান্ডে

banglarmukh official

চাচা ডেকে সাবেক প্রতিমন্ত্রী এনামুরকে বিয়ে করেন ফরিদা

banglarmukh official