সাহিত্য পাতাপড়ালেখা by banglarmukh officialনভেম্বর ১২, ২০১৮০240 Share0 হুজাইফা রহমান: সারা বছর বই না পড়ে করেছি অনেক ভুল। এখন কি আর এতো পড়া ঢুকবে মাথায় ফুল! টেনশনে ভাই মাথা ঘোরে পরীক্ষা আমার কাল। পড়ার চাপে এখন শুধুই ছিঁড়ছি মাথার চুল। পড়তে গেলে ধরলে ঘুমে বইকে বলি বাই। কেনো লাগে পড়াশোনা বুঝি না দূর ছাই!