বরিশাল থেকে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের মূলহোতাসহ ২ জনকে আটক করেছে বরিশাল কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। শনিবার রাতভর অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই মহিউদ্দিন মাহি।
আটককৃতরা হলো, মুলাদী থানার চিলমারী গ্রামের শাহআলম খান ওরফে আব্দুর রব সরদারের পুত্র সাইফুল ইসলাম বাদশা(৩৩) ও গৌরনী থানার কলাবাড়ীয়া এলাকার মোস্তফা জামান সরদার এর পুত্র মো: সজল সরদার।
এ বিষয়ে এসআই মহিউদ্দিন মাহি জানান, শনিবার (২৪ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে নগরীর নতুন বাজার এলাকা থেকে মোটরসাইকেল চোর সাইফুল ইসলাম বাদশাকে আটক করা হয়। আটকের পর বাদশা স্বিকার করে মোটরসাইকেলটি গৌরনদীর মোঃ সজল সরদার নামের এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়।
তিনি (সজল) বর্তমানে বরিশাল শহরে আছেন বলেও জানান বদশা। পরে তার স্বিকাররোক্তি অনুযায়ী নগরীর জিয়া সড়ক এলাকায় অভিযান চালিয়ে সজল সরদারকে চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, আটককৃত মোটরসাইকেল চোর সাইফুল ইসলাম বাদশার নামে ঢাকা-গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে মোটরসাইকেল চুরির মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনেও মামলা রয়েছে। অপর আসামি মোঃ সজল সরদারের নামে গৌরনদী থানায় অস্ত্র আইনে মামলা রয়েছে।