নিজস্ব প্রতিবেদক:
গতকাল বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এর বাস ভবনে আগমন করেন,বাংলাদেশে নিযুক্ত জার্মান রাস্ট্রদূত পিটার ফাহরিন হোলটাজ।
এসময় মেয়র সাদিক আবদুল্লাহ, জার্মান রাস্ট্রদূত কে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান,এরপর জার্মান রাস্ট্রদূত ও বিসিসি মেয়র এই দুজনের মধ্যে একটি দ্বিপক্ষীয় সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়,আগামীতে বাংলাদেশের সকল উন্নয়নমুলক কর্মকান্ডে ও বিসিসির নগর উন্নয়ন এ, জার্মান সরকারের তরফ হইতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন জার্মান রাস্ট্রদূত পিটার ফার হিন হোলটাজ।
এ সময়ে অন্যান্যের মধ্যে,কেন্দ্রীয় কৃষকলীগের কার্যনির্বাহী সদস্য সেরনিয়াবাত মঈন আবদুল্লাহ ও বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক সহ জার্মান দূতাবাস এর কর্মকর্তা ও বিসিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।