আগৈলঝাড়ায় সড়ক দুর্ঘটনায় এক জন নিহত, আহত হয়েছেন অপর একজন।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সেরালের নতুনহাট এলাকায় মোতাহার সন্যামত (৬৫) রাস্তা পারাপারের সময় এসিআই ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি সুশান্ত সাহার মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় পড়ে আহত হন। মোটরসাইকেল চালক সুশান্ত সাহাও পড়ে গিয়ে আহত হন।
স্থানীয়রা আহত মোতাহার সন্যামতকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে সেখানে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। মোতাহারের পরিবার তাকে বরিশাল হাসপাতালে না নিয়ে বাড়ি নিয়ে গেলে বুধবার রাতে মোতাহার নিজ বাড়িতে মারা যান। নিহত মোতাহার জঙ্গলপট্টি গ্রামের মৃত এফেল সন্যামতের ছেলে।