চট্রগ্রাম জেলার সংবাদ দূর্ঘটনাবহুতল ভবনে ভয়াবহ আগুন by banglarmukh officialনভেম্বর ২৪, ২০১৯০115 Share0 চট্টগ্রামের আগ্রাবাদে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট করেছে। রোবাবর দুপুরের দিকে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে তাৎক্ষতিক এ ঘটনার হতাহতের কোন খবর পাওয়া যায়নি।