28 C
Dhaka
জুলাই ১০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল রাজণীতি

আমার ভোট আমি দেব , আপনার ভোট ও আমি দেব : সরোয়ার

শেখ সুমন :

দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার সাজা বাতিল ও তার মুক্তির দাবিতে বরিশালে আয়োজিত বিএনপির গণঅনশন কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেছেন দলীয় নেতকর্মীরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ের সামনে এ গণঅনশন কর্মসূচির আয়োজন করে মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি।

বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, পুলিশ মূল ফটকে বেরিগেট দেওয়ায় অনশনস্থলে যেতে পারেননি নেতাকর্মীরা। তবে পুলিশের ব্যারিগেট ডিঙ্গিয়ে কয়েক ধাপে মহানগর এবং জেলা বিএনপি’র ১৭জন নেতা দলীয় কার্যালয়ের সামনে যাওয়ার সুযোগ পান। তারা সেখানে অনশন কর্মসূচিতে বসে পড়েন।

প্রায় আধা ঘণ্টার অনশনে বক্তব্য রাখেন- মহানগর বিএনপি’র সভাপতি ও কেন্দ্রিয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।এসময় তিনি বলেন, একটা সময়ে কথা ছিল আমার ভোট আমি দেব যাবে খুশি তাকে দেব । এখন  সরকার দেশে তৈরী করেছে আমার ভোট আমি দেব , আপনার ভোট ও আমি দেব।যা বরিশাল সিটি নির্বাচনে উদাহারন সৃষ্টি করেছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রিয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি বিলকিস জাহান শিরিন, উত্তর জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি’র সভাপতি এবায়দুল হক চাঁন এবং মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার জিয়া প্রমুখ।

সম্পর্কিত পোস্ট

বরিশালে যুবলীগ কর্মীর তাণ্ডব: মা-মেয়েকে কুপিয়ে জখম

banglarmukh official

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official