স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
দীর্ঘদিন পরে হৃদরোগের উন্নত চিকিৎসা নিয়ে আজ শুক্রবার বরিশালে ফিরেছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহানগর কমান্ডের তথ্য ও গবেষণা কমান্ডার ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ুন।
গত সেপ্টেম্বর মাসের 8 তারিখ ইমপালস হসপিটালে এনজিও গ্রাম সম্পন্ন হয় এনজিওগ্রাম শেষে তার মাল্টিপল ব্লক ধরা পড়ে ডাক্তার দ্রুত সময়ের মধ্যে ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দেন। ২৬ তারিখ ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে ডাক্তার মাসুম সিরাজের তত্ত্বাবধানে ওপেন হার্ট সার্জারি করেন, তার ছেলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বরিশাল জেলা শাখার সদস্য সচিব মোহাম্মদ শাহরিয়ার কবির রিজন।
বাংলার মুখ টুয়েন্টি ফোর প্রতিবেদককে জানান, আমার অসুস্থ বাবা ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ নিজে হসপিটালে এসে আমাদের পরিবারের প্রতি সার্বিক সাহায্য সহোযোগিতা ও হসপিটালে কর্তব্য-রত ডাক্তারদের কাজ থেকে সার্বক্ষ্নিক আমার বাবার চিকিৎসার খোজ খবর নিয়েছেন এবং আমার অসুস্থ বাবার জন্য বরিশালে দোয়া প্রার্থনার আয়োজন করেন মেয়র সাদিক আবদুল্লাহ ভাই।
আমাদের পরিবারের এই দুঃসময়ে সর্বদা পাশে থাকার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর প্রতি আমাদের পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার বাবার সুস্থতা কামনা করে বরিশালের জনগন দোয়া করেছেন,তাদের প্রতি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।
আজ বৃহস্পতি বার ঢাকা হইতে লন্চ যোগে বরিশালে রওয়ানা হয়েছেন,৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল ফারুক হুমায়ুন ও তার পরিবার বর্গ।