বরিশালের গৌরনদীতে অগ্নিকাণ্ডে দুটি দোকান সম্পূর্ণ ও দুটি দোকান আংশিক ভস্মীভূত হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলা টরকী বন্দরের সদর রোডে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা ধারণা করছেন।
গৌরনদী ফায়ার স্টেশনের ইনচার্জ কাঞ্চন আলী মৃধা বরিশালটাইমসকে জানান, রাহাত স্টোরে বুধবার দিবাগত রাত ১২টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ১৫-২০ ফুট উচ্চতায় উঠে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গৌরনদী ও উজিরপুর ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে রাহাত স্টোর, বিপ্লব জুয়েলার্স সম্পূর্ণ ও রাখাল স্টোর, ঝন্টু ট্রেডার্স আংশিক ভস্মীভূত হয়েছে।’