শেখ সুমন :
আর অল্প কিছু সময়। তারপরই ঘড়ির কাটা ছুয়ে যাবে বারোটার কাটা। ঘড়িতে ঢং ঢং করে শব্দ হবে। আনন্দে নেচে উঠবে মন। কারন ,সময় যে হয়ে গেছে। বারোটা বাজলেই ঘড়িতে দেখা যাবে লেখা ঊনিশে নভেম্বর। আর তখনি আরো আনন্দ । কারন , দক্ষিনবঙ্গের রাজনৈতিক অভিভাবক আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ ( মন্ত্রী ) ও বরিশাল জেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাহানা আব্দুল্লাহর মেঝ ছেলে এবং বরিশাল সিটি কর্পোরেশনের নগর পিতা ,যুবরত্ন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর শুভ জন্মদিন।
পুরো সেরনিয়াবাত পরিবারের সাথে সাথে এবারের জন্মদিনে আনন্দ উতসবে সবার মনে আন্দলিত হবে সাদিক আব্দুল্লাহর নাম।
কারন,তিনি যে বরিশাল নগরের নগর পিতা। বরিশালের সকল জনগনের নয়নের মধ্যমনি,জনগনের আস্থার মানুষ। যাকে ভালোবেসে নগরপিতা নির্বাচিত করেছে বরিশালের জনগন। খুব অল্প বয়সে জয় করে নিয়েছে লাখো জনতার মন।
ভুলতে কি পারা যায় তার জন্মদিন ? তাই তার জন্মদিনে শুভেচ্ছা জানাতে প্রস্তুত সবাই। এখন তাকিয়ে থাকা ঘড়ির কাটার দিকে । কখন বেজে উঠবে ঘন্টা। আর তারি সাথে সাথে নগরবাসী বলে উঠবে শুভ জন্মদিন হে নগরপিতা ।জন্মদিনের শুভেচ্ছা তোমায়।