ঝালকাঠী প্রতিনিধি//আরিফুর রহমান আরিফ:
অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের (এনসিএফ) পক্ষ থেকে নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের হতদরিদ্র এসএসসি পরীক্ষার্থী শিউলী আক্তারকে আর্থিক সহায়তার মাধ্যমে ফরম পূরণের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। সোমবার ৪ (নভেম্বর) দুপুরে নলছিটি সিটিজেন ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সহযোগিতা প্রদান করা হয়।এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জলিল আকন্দ, সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিলন কান্তি দাস, সদস্য সচিব গোলাম মাওলা শান্ত, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম পলাশ, এস.আর সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখযোগ্য সিটিজেন ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ হলো- ১/সংগঠনটি সর্বদা অরাজনৈতিক ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে কাজ করবে। ২/প্রতি উপজেলার গরীব ও মেধাবীদের মধ্যে শিক্ষা উপকরণ ও শিক্ষা সহায়তা প্রদান করা। ৩/অসহায় ও দুস্থদের সার্বিক সহায়তা করা। ৪/দুরারোগ্য ও ব্যয়বহুল চিকিৎসার রোগে আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান। ৫/গরীবদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। ৬/যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়ানো। ৭/মাদক,সন্ত্রাস,বাল্যবিবাহ রোধসহ সামাজিক অপরাধসমূহের বিরুদ্ধে সবাইকে সচেতন করা ও খেলাধুলা ও সামাজিক কাজকর্মে ছাত্র-যুবকদের অংশগ্রহণে সাহায্য করা। ৮/যেকোনো ধরনের বিরোধ বা বৈষম্যের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানে সহায়তা করা। ৯/বৃক্ষরোপণ, পরিছন্ন ও পরিবেশবান্ধব কর্মকান্ডে অংশগ্রহণ করা। ১০/সংগঠনের সকল সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে ঐক্যবদ্ধভাবে সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন করা এবং কল্যাণময় সবকিছুতে নিজেদের অন্তর্ভুক্ত করা