26 C
Dhaka
এপ্রিল ৩০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ বরিশাল

পারিবারিক কলোহের জের ধরে এক গৃহবধূর আত্মহত্যা

নুরই মাহাবুব

বরিশাল নগরে পারিবারিক কলোহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।বেলা ১২ টার তার মৃতদেহের সূরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। এরআগে রোববার দিবাগত মধ্যরাতে নগরের ব্যাপ্টিস্ট মিশন রোড এলাকায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত সুমাইয়া আক্তার (২২), বরিশাল নগরের সদররোডস্থ বাটারগলি এলাকার কনিকা ডায়াগনষ্টিক সেন্টারের রিসিভশনে কর্মরত ছিলো। তার স্বামী কামরুজ্জামান আবুল খায়ের কোম্পানিতে চাকুরী করেন। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের ওয়ার্ড মাস্টার মো. আবুল কালাম আজাদ স্বজনদের বরাত দিয়ে তিনি জানান, রোববার রাতে স্বামীর সাথে অভিমান করে নিজ ঘরে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধু ।

এসময় পরিবারের অন্যান্য সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আজ বেলা ১২ টার দিকে মৃতদেহের সূরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।

তবে স্বজনরা মৃতদেহের ময়নাতদন্ত করতে রাজী না হওয়া হস্তান্তরের আইনি প্রকৃয়া চলছে। নগরীর ১১নং ওয়ার্ডের কাউন্সিলর মজিবর রহমান নিহত গৃহবধূর মায়ের বরাত দিয়ে বলেন, ইতিপূর্বে আরো দু’বার আত্মহত্যার চেষ্টা করে ওই গৃহবধূ। তবে সে মানষিক ভাবে কিছুটা ভারসাম্যহিন ছিলো বলেও দাবী করেছে স্বজরা। এদিকে এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) সত্য রঞ্জন খাসকেল।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official