নভেম্বর ২৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জেলার সংবাদ

ফেলে যাওয়া ২০ লাখ টাকা ফিরিয়ে দিলেন রিকশাচালক!

অনলাইন ডেস্ক :: বগুড়ায় এক রিকশাচালকের সততা ও পুলিশের তৎপরতায় হারানো ২০ লাখ টাকা ৪ ঘণ্টার মধ্যে ফিরে পেয়েছেন এক ব্যবসায়ী। লাল মিয়া (৫৫) নামে ওই রিকশাচালক বলেন,‘মানসের (অন্যের) টাকার উপর হামার কুন লোব নাই,এজন্ন্যি ট্যাকা পায়াও ফেরৎ দিনু।’

টাকার মালিক রাজীব প্রসাদ (৩৬) রিকশাচালকের সততায় মুগ্ধ হয়ে নতুন রিকশা কেনার জন্য তাকে ৫০ হাজার টাকা পুরস্কার দিয়েছেন।

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার রনবাঘা এলাকার সার ব্যবসায়ী রাজীব প্রসাদের ‘প্রসাদ এন্ড সন্স’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি থাকেন বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকায়। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে তিনি শহরের ভাড়া বাড়ি থেকে রনবাঘায় যাওয়ার জন্য একটি কাপড়ের ব্যাগে ২০ লাখ টাকা নিয়ে বের হন।

বাসের জন্য শহরের সাতমাথায় যেতে তিনি রিকশায় ওঠেন। নামার সময় তিনি টাকা ভর্তি ব্যাগ রিকশায় ফেলে যান। বাসে ওঠার মুহূর্তে তিনি বুঝতে পারেন টাকা হারিয়ে গেছে। পরে তিনি সদর থানায় বিষয়টি জানান। পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে রিকশাচালককে শনাক্ত করতে সক্ষম হয়।

এদিকে রিকশাচালক লাল মিয়া জানান, যাত্রীকে নামিয়ে দেওয়ার পর একটি ব্যাগ দেখতে পান তিনি। ভিড়ের মধ্যে ওই যাত্রীকে আর খুঁজে পাননি। পরে ব্যাগ খুলে টাকা দেখতে পেয়ে ভয় পেয়ে যান। টাকা ভর্তি ব্যাগ বাড়িতে রেখে এসে সাতমাথা এলাকায় ব্যাগটি ফেরত দেওয়ার জন্য টাকার মালিককে খুঁজতে থাকেন। দুই দফা সাতমাথা এলাকা ঘুরে বাড়ির নিকটবর্তী খান্দার এলাকায় গিয়ে অবস্থান নিয়ে জানার চেষ্টা করেন, কারও টাকা হারিয়েছে কিনা। খান্দার থেকে শহরের সাতমাথা এলাকার দূরত্ব খুব বেশি নয়।

রিকশাচালক আরও জানান,অন্য কেউ যেন টাকাগুলো নিতে না পারে এবং প্রকৃত মালিকের কাছে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য তিনি খান্দার এলাকায় খবর নেওয়ার চেষ্টা করছিলেন। তিনি জানান,টাকার মালিককে খুঁজে না পাওয়া গেলে থানায় গিয়ে টাকা জমা দেওয়ার ইচ্ছা ছিল তার।

এরইমধ্যে পুলিশ তার সঙ্গে যোগাযোগ করলে লাল মিয়া পুলিশকে জানান,একটি টাকা ভর্তি ব্যাগ তার কাছে আছে। বগুড়া সদর থানা পুলিশ রিকশা চালক লাল মিয়ার বাড়িতে গিয়ে টাকা উদ্ধার করে নিয়ে আসে।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে রিকশাচালক ও ব্যবসায়ীকে নিয়ে আসা হয়। সেখানে পুলিশ সুপার আলী আশরাফ ভূঁঞা টাকার মালিক সার ব্যবসায়ী রাজীব প্রসাদের হাতে টাকা তুলে দেন। এ সময় ব্যবসায়ী রাজীব প্রসাদ রিকশাচালকের সততায় মুগ্ধ হয়ে একটি নতুন রিকশা কেনার জন্য ৫০ হাজার টাকা দেন।

পুলিশ সুপার জানান, রিকশাচালকের সততা ছিল। ইচ্ছে করলে তিনি টাকা নিয়ে চলে যেতে পারতেন। কিন্তু সে ধরনের কিছু তাদের চোখে পড়েনি। এছাড়া সদর থানা পুলিশ দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিয়েছে বলে টাকা উদ্ধারের কাজটি সহজ হয়।

সম্পর্কিত পোস্ট

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official

বগুড়ায় স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

banglarmukh official

মাগুরায় শিশু ধর্ষণ: ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার নির্দেশ হাইকোর্টের

banglarmukh official

বোনের বাড়ি বেড়াতে এসে ধর্ষণের শিকার শিশু, ভগ্নিপতি ও শ্বশুর আটক

banglarmukh official