আমেরিকান তরুনীকে বিয়ে করে আলোচনায় আসা মাইকেল অপু মন্ডলের বিরুদ্ধে দেশ বিরোধী অপপ্রচার ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নানা প্রচারনা চালানোয় পুলিশ শনিবার রাতে তাকে নগরীর হোটেল চারু থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে।
পুলিশ জানিয়েছে, বছর খানেক আগে সে দেশ বিরোধী, দেশের কয়েকজন নেতা এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন কটুক্তিমূলক লেখা পোস্ট করে। কিন্তু এর পর সে আর ওই ধরনের আর পোস্ট দেয়নি।
পরবর্তিতে তাকে তার বাবার জিম্মায় দেয়া হয়। তবে তাকে নজরদারীতে রাখা হয়েছে। সম্প্রতি আমেরিকার নাগরিক সারা মেকিয়ানের সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়। নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা মাইকেল অপু মন্ডলের সাথে। এরপর থেকে বেশ আলোচনা সৃষ্টি হয় এই বিবাহ নিয়ে।
দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি হয়। তবে অপু মন্ডলের ফেসবুক টাইমলাইলে গিয়ে বিভিন্ন সময় দেশ বিরোধী, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়েও নানা অসঙ্গতিমূলক পোষ্ট দেখতে পাওয়া যায়। এই নিয়ে আলোচনা থেকে উল্টে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
অনেকে অপু মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। এরই প্রেক্ষিতে পুলিশ শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে। মহানগর পুলিশকমিশনার মোশারফ হোসেন জানান, অপু মন্ডলকে নজরদারীতে রাখা হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এদিকে এই বিষয়ে জানতে চাইলে অপু মন্ডল ও তার স্ত্রী আমেরিকান নাগরিক সেবিকা সারা মেকিয়ান কোন মন্তব্য করতে রাজী হয়নি। তবে তার পরিবারের সদস্যরা বলছে এই ধরনের পোস্ট করা তার জন্য উচিৎ হয়নি।