28.8 C
Dhaka
মে ১৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রশাসন বরিশাল

ফেসবুকে দেশ বিরোধী পোষ্ট,অপু মন্ডলকে পুলিশের জিজ্ঞাসাবাদ

আমেরিকান তরুনীকে বিয়ে করে আলোচনায় আসা মাইকেল অপু মন্ডলের বিরুদ্ধে দেশ বিরোধী অপপ্রচার ছড়ানোর অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নানা প্রচারনা চালানোয় পুলিশ শনিবার রাতে তাকে নগরীর হোটেল চারু থেকে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে।

পুলিশ জানিয়েছে, বছর খানেক আগে সে দেশ বিরোধী, দেশের কয়েকজন নেতা এবং ধর্মীয় অনুভুতিতে আঘাত হানে এমন কটুক্তিমূলক লেখা পোস্ট করে। কিন্তু এর পর সে আর ওই ধরনের আর পোস্ট দেয়নি।

পরবর্তিতে তাকে তার বাবার জিম্মায় দেয়া হয়। তবে তাকে নজরদারীতে রাখা হয়েছে। সম্প্রতি আমেরিকার নাগরিক সারা মেকিয়ানের সাথে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে বিয়ে হয়। নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা মাইকেল অপু মন্ডলের সাথে। এরপর থেকে বেশ আলোচনা সৃষ্টি হয় এই বিবাহ নিয়ে।

দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি হয়। তবে অপু মন্ডলের ফেসবুক টাইমলাইলে গিয়ে বিভিন্ন সময় দেশ বিরোধী, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জড়িয়েও নানা অসঙ্গতিমূলক পোষ্ট দেখতে পাওয়া যায়। এই নিয়ে আলোচনা থেকে উল্টে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।

অনেকে অপু মন্ডলের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করেন। এরই প্রেক্ষিতে পুলিশ শনিবার রাতে তাকে জিজ্ঞাসাবাদ করে। মহানগর পুলিশকমিশনার মোশারফ হোসেন জানান, অপু মন্ডলকে নজরদারীতে রাখা হয়েছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এদিকে এই বিষয়ে জানতে চাইলে অপু মন্ডল ও তার স্ত্রী আমেরিকান নাগরিক সেবিকা সারা মেকিয়ান কোন মন্তব্য করতে রাজী হয়নি। তবে তার পরিবারের সদস্যরা বলছে এই ধরনের পোস্ট করা তার জন্য উচিৎ হয়নি।

সম্পর্কিত পোস্ট

সাতলায় বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে আ’লীগ নেতা মিজানকে অর্থের বিনিময়ে দলীয় সনদপত্র প্রদান করার অভিযোগ

banglarmukh official

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

ডেভিল হান্টে গ্রেফতার আরও ৬৭৮

banglarmukh official