শেখ সুমন :
বরিশালের উজিরপুর উপজেলায় বন্ধুকযুদ্ধে রবিউল নামে একজন নিহত হয়েছেন। নিহত রবিউল আলম (৩৫) মাদারীপুর জেলার বাসন্দিা ও উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ ঘোষ নান্টুকে গুলি করে হত্যার ঘটনার সাথে জড়িত।
মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম। এরআগে সোমবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয় রবিউল আলমকে। যার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬ টি হত্যা মামলা রয়েছে।
এরপর মধ্যরাতে তার দেয়া তথ্যের ভিত্তিতে উজিরপুরের ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। যেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দৃর্বৃত্তরা পুলিশকে লক্ষ করে গুলি করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এ গুলি বিনিময়ের সময় রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়ে মারা যায়।তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে পুরো অভিযানে ১ টি আগ্নেয়াস্ত্রসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।