সিনিয়র রিপোর্টার//জুয়েল মাহামুদ:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরিক্ষায় ভর্তিচ্ছুক শিক্ষার্থীদের পরিক্ষায় অংশ গ্রহণ করার জন্য ফ্রি বাস সার্ভিস চালু করেছেন, বরিশাল সিটি কর্পোরেশন এর মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।
নগরীর বিভিন্ন জায়গায় দশ টিরও অধিক বাস নিয়মিত সার্ভিস দিচ্ছে, যা চলবে আগামীকাল ভর্তি পরিক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত।
বাসগুলো শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল, লঞ্চঘাট, রুপাতলীসহ নগরীর বিভিন্ন স্থান ঘুরে শত শত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফ্রি অানা নেওয়া করেছে। যানবাহন কম থাকায় এই বাস সার্ভিসগুলো চালু করায় ভর্তি পরিক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের দূর্ঘোভ অনেকটা লাঘব হয়েছে।
বাসগুলো সঠিকপথে চলাচলের জন্য প্রতিটি বাসে একজন করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কর্মি ভলানটিয়ার হিসেবে দায়িত্বপালন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতৃবৃন্দ হেল্পডেস্কের মাধ্যমে শির্ক্ষার্থীদের আসন খুজে দেওয়াসহ সার্বিক সহযোগিতা করেছে।