বরিশাল শহরের পোর্টরোড এলাকার ‘স্বাগতম’ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় হোটেলটির একটি কক্ষ থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শমিরণ মন্ডলের নেতৃত্বে একদল পুলিশ এই সফল অভিযান করে।
পুলিশ জানায়- লায়ন মোল্লার মালিকানাধীন এই হোটেলটি দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপের পাশাপাশি মাদক ক্রয়-বিক্রয় চলছিল। বিশেষ করে প্রতিদিন সন্ধ্যার পরে সেখানে বিক্রেতা ও সেবীদের আগমনে এক ধরনের মাদকের হাটের পরিণত হয়। মূলত এই খবরে সেখানে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পরে অভিযান চালিয়ে পুলিশ। শনিবার দুপুরে হোটেলটি ৪০৫ নম্বর রুমে এসআই শমিরণ মন্ডল হানা দিয়ে শহিদুল ইসলাম (৩০) এবং মো রহিদুল ইসলাম রহিদ (১৯) নামের দুইজনকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের অপর একটি সূত্র জানায়- এর আগেও একাধিকবার হোটেলটি থেকে মাদক উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। এক্ষেত্রে অবাক করা বিষয় হচ্ছে- হোটেলটি মালিক লায়ন মোল্লাও ফেন্সিডিলসহ গ্রেপ্তার হয়েছিলেন।
অবশ্য এবারের ইয়াবা উদ্ধারের ঘটনায়ও প্রতিষ্ঠান মালিক জড়িত থাকার বিষয়টি আলোচনায় এসেছে। তবে লায়ন মোল্লা এই বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি- প্রতিপক্ষরা তাকে হয়রানি করতে ইয়াবা উদ্ধারের এবারের ঘটনায় তাকে জড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তা শমিরণ মন্ডল জানান, গ্রেপ্তার দুইজনকে ইয়াবা উদ্ধারের ঘটনায় একটি মামলা পরবর্তী গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হোটেলটিতে মাদক ক্রয়-বিক্রির বিষয়টি স্বীকার করেছে। এবং হোটেল মালিক জড়িত থাকার বিষয়ে যে তথ্য উপাত্ত্ব দিয়েছে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।